Thursday, October 20, 2022

বুক জ্বালাপোড়া? কখন বুঝবেন চিকিৎসকের কাছে যেতে হবে

 

বুক জ্বালাপোড়া? কখন বুঝবেন চিকিৎসকের কাছে যেতে হবে

মাঝেমধ্যে মাসে দু-একবার গলা-বুক জ্বালা সবার জীবনেই ঘটে

মাঝেমধ্যে মাসে দু-একবার গলা-বুক জ্বালা সবার জীবনেই ঘটে। এটি অত্যন্ত স্বাভাবিক একটি ঘটনা। তবে যদি এই উপসর্গ খুব ঘন ঘন দেখা দেয় বা নিম্নোক্ত নতুন উপসর্গ যোগ হয়, তাহলে দ্রুত একজন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্টের শরণাপন্ন হতে হবে।

১. খুব ঘন ঘন গলা-বুক জ্বালা।

২. খাবার গিলতে যদি কষ্ট অনুভব করেন।

৩. রক্তশূন্যতা দেখা দিলে।

nullকিছু উপসর্গ খুব ঘন ঘন দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে


 কিছু উপসর্গ খুব ঘন ঘন দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে

 

৪. হঠাৎ খাবার রুচি কমে গেলে।

৫. হঠাৎ শরীরের ওজন হ্রাস পেলে।

৬. রক্ত বমি বা কালো পায়খানা হলে।

৭. গলা-বুক জ্বালার সঙ্গে যদি রাতে শোবার পর শুকনা কাশি বা শ্বাসকষ্ট বা বুকে ব্যথা অনুভব করেন।

এসব ক্ষেত্রে খুব দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন।

*ডা. খান মো. নাজমুস সাকিব: সহকারী অধ্যাপক, পরিপাকতন্ত্র বিভাগ, জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, বাজিতপুর, কিশোরগঞ্জ

 

No comments:

Post a Comment

Health Tutorials

Dekhe Ja Ja Anirban | Nachiketa Chakraborty | Best Of Nachiketa | HD Song | অনির্বাণ |

Dekhe Ja Ja Anirban | Nachiketa Chakraborty | Best Of Nachiketa | HD Song | অনির্বাণ |  

Motivation | Father | এক অসহায় বাবা | Oshohay Shikkhok | অসহায় শিক্ষক | অনুধাবন | Short Film 2022 |